জাতীয় দলে ফিরে ইব্রা বললেন ‘রিটার্ন অব দ্য গড’
২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল সুইডেন। এরপর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অবসর ভেঙে তাঁর জাতীয় দলে ফিরতে সময় লাগল পাঁচ বছর। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ঘোষিত সুইডেনের স্কোয়াডে ৩৯ বছর বয়সী স্ট্রাইকারকে রেখেছেন কোচ ইয়ানে অ্যান্ডারসন। এর মধ্য দিয়ে অবসর ভেঙে দেশের জাতীয় দলে ফিরলেন এসি মিলানের এই তারকা স্ট্রাইকার।
ইব্রার এই বয়সে আসার আগেই অনেকে বুট তুলে রাখেন কিংবা কেউ কোচ হন। কিন্তু খেলোয়াড়টির নাম ইব্রা বলেই হয়তো ফিরে আসা সম্ভব, তা–ও জাতীয় দলে! ইতালির শীর্ষস্থানীয় সিরি ‘আ’ লিগে এই মুহূর্তে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ইব্রা।
- ট্যাগ:
- খেলা
- অবসর
- দলে ফেরা
- ফুটবলার
- জ্লাতান ইব্রাহিমোভিচ