You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল চালুর দাবিতে ঢাকায় সংহতি সমাবেশ

রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল আধুনিকায়ন করে চালু করার দাবিতে সংহতি সমাবেশ করেছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির সদস্যরা এ সমাবেশ করেন। সংহতি সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল চালু করতে হবে। সংবিধানে আছে রাষ্ট্রীয় খাত। অথচ মন্ত্রীরা বলে বেড়ান, রাষ্ট্রীয় খাতে আমরা কোনো কলকারখানা রাখব না। রাষ্ট্রায়ত্ত খাতে ব্যবসা চলবে কি চলবে না, সেটা যদি আমরা হিসাব করে দেখি, তাহলে দেখব চীনেও ৩০ শতাংশ রাষ্ট্রায়ত্ত খাত চলছে। আসল সংকট হলো, ব্যবস্থাপনার সংকট। আপনি যদি ব্যবস্থাপনার সংকটটা দূর করেন, তাহলে রাষ্ট্রায়ত্ত খাত খুব ভালোভাবে চলবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন