নিরাপদ লেনদেনে গ্রাহকের ভরসা বিকাশ পেমেন্ট
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৬:০০
আমি বেশিরভাগ সময়ে অনলাইন পেমেন্ট বিকাশ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, বারবার কার্ডের তথ্য টাইপ করাটা বেশ ঝামেলার। বিকাশ পেমেন্টের জন্য নিজের ফোন নম্বরটা মনে রাখলেই হয়, বাকিটা ওটিপি আর পিন দিলেই হয়ে যায়। আর স্কুলে যাতায়াতের জন্য উবার, পাঠাও এবং ওভাই অ্যাপগুলো নিয়মিত ব্যবহার করি। এই সবগুলো অ্যাপেই বিকাশ অ্যাকাউন্ট নম্বর সেভ করে শুধুমাত্র পিন নম্বর দিয়েই পেমেন্ট করা যায়’- দৈনন্দিন চলাফেরায় ডিজিটাল পেমেন্ট প্রসঙ্গে বলছিলেন রাজধানীর একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ইশতিয়াক আহমেদ।