![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F5bbc8ebd-ee3f-4e7c-a709-ceebe0454b9c%252Fchittagong.jpeg%3Frect%3D0%252C115%252C1024%252C538%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কাগজের আড়ালে এল ৫০ লাখ সিগারেট
সংযুক্ত আরব আমিরাত থেকে কাগজের আড়ালে সিগারেট আমদানি করেছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। এতে আমদানিকারক প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করেছে বলে জানিয়েছে কাস্টমস।
কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান জে কে স্টেশনারি সংযুক্ত আরব আমিরাত থেকে এ-ফোর আকারের কাগজের ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানি করে। কনটেইনারটি জাহাজ থেকে নামানোর পর খালাসের ব্যবস্থা নেয়নি আমদানিকারক। সন্দেহজনক আমদানি হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ চালানটির খালাস স্থগিত করে রাখে। গতকাল সোমবার কনটেইনারটি খুলে পণ্য পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ নেন কর্মকর্তারা।