রক্তাক্ত মিয়ানমার ও সামরিক জান্তার ভবিষ্যৎ
দিন দিন উত্তাল হচ্ছে মিয়ানমার। প্রতিদিন রক্ত ঝরলেও বিক্ষোভ থেমে নেই। রোববার জান্তাবিরোধী বিক্ষোভে সর্বোচ্চ ৩৯ জন নিহত হওয়ার পর রাজপথে নেমেছে সেখানকার মানুষ। আমরা দেখেছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের কয়েকটি এলাকার অংশবিশেষে 'মার্শাল ল' জারি করা হয়েছে। এ পর্যন্ত ১৩০ জনের ওপর নিহত হলেও বিক্ষোভ চলছে। বস্তুত মিয়ানমার দীর্ঘ সময় সেনা শাসনের অধীনে থাকলেও সর্বশেষ ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান হয় এক ভিন্ন পরিস্থিতিতে। ইতোমধ্যে দেশটিতে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়।