![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Ff2b7e9de-0ee8-4111-8b81-ecd987196c7f%252F8731f93eb0909b9d76299177060beed6_5eef824fc72aa.jpg%3Frect%3D0%252C0%252C850%252C446%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অভিনয়ের কিছুই হয় না বৃন্দাবন দাসের
প্রথম আলো
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১১:৩০
লেখালেখির পাশাপাশি কালেভাদ্রে অভিনয়ে দেখা যায় চিত্রনাট্যকার বৃন্দাবন দাসকে। পরিচালকেরা তাঁকে বাধ্য করেই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন। অনুরোধের ঢেঁকি গিলতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, অভিনয় করেন। সে হিসেবে তাঁকে বলা যায় শৌখিন অভিনেতা।
একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছ থেকে এখনো প্রশংসা পেয়ে যাচ্ছেন তিনি। দর্শক মন জয় করতে পারলেও তিনি অভিনয় দিয়ে মন জয় করতে পারেননি অভিনেত্রী স্ত্রী শাহনাজ খুশি ও সন্তানদের। তাঁদের ভাষায়, অভিনয়ের কিছুই হয় না বৃন্দাবন দাসের। তিনি পাস মার্ক পাওয়ার যোগ্যতা রাখেন না।
- ট্যাগ:
- বিনোদন
- সাক্ষাৎকার
- অভিনেতা
- দর্শক
- বৃন্দাবন দাস