You have reached your daily news limit

Please log in to continue


মহামারীর পর বক্স অফিসে সফলতম প্রথম দিনটি রুহির

রাজকুমার রাও, জাহ্নবী কাপুর ও বরুণ শর্মা অভিনীত হরর কমেডি রুহি মুক্তি পেয়েছে ১১ মার্চ। ছবিটি গত বছর মহামারীর লকডাউনের পর মুক্তি পাওয়া বলিউডের ছবিগুলোর মধ্যে প্রথম দিনের বক্স অফিস আয়ে সবচেয়ে সফল। প্রথম দিনেই ছবিটি বেশ ভালো অংকের আয় করেছে।রুহি পরিচালনা করেছেন হার্দিক মেহতা ও প্রযোজক দিনেশ বিজন। বক্স অফিস ইন্ডিয়ার মতে, ছবিটি আরো বেশি আয় করতে পারত, কিন্তু কভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মহারাষ্ট্রের অনেক জায়গায় লকডাউন থাকায় ব্যবসা কমেছে।বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, কভিড মহামারী সত্ত্বেও রুহি চমত্কার একটা সূচনা দিন কাটিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন