![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fspecial-reports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftop-20210316091601.jpg)
মাছের প্রথম জিন ব্যাংক ময়মনসিংহে, হচ্ছে নীলফামারী-খুলনায়ও
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দেশের প্রথম লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। ময়মনসিংহে অবস্থিত এই জিন ব্যাংকে ইতোমধ্যে ৮৫ প্রজাতির মাছের জিন সংরক্ষণ করা হয়েছে।
পর্যায়ক্রমে দেশীয় সব মাছকে এ ব্যাংকে সংরক্ষণ করা হবে এবং নীলফামারীর সৈয়দপুর ও খুলনায় আরও একটি করে জিন ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এ লাইভ জিন ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিএফআরআইয়ের কর্মকর্তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংরক্ষণ
- ব্যাংক
- মাছের উৎপাদন
- বাটা