![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fspecial-reports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffish-top-20210316092658.jpg)
মাছ চাষ বেড়েছে বদ্ধ জলাশয়ে, আহরণ কমেছে নদী-নালায়
দেশে এক যুগে মাছের উৎপাদন ৬২ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। বর্তমানে সার্বিক মাছের উৎপাদন বছরে ৪৩ লাখ ৮৪ হাজার টন। এর অর্ধেকেরই বেশি অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের মাছ। অর্থাৎ খাল, বিল ও পুকুরে বাণিজ্যিকভাবে এসব মাছের চাষ হয়েছে।
মৎস্য অধিদফতর বলছে, বদ্ধ জলাশয়ে মাছ চাষেই ব্যাপক সফলতা এসেছে। যদিও আশির দশকে দেশে উৎপাদিত মাছের দুই-তৃতীয়াংশই মুক্ত জলাশয় থেকে আহরণ করা হতো। অর্থাৎ নদী-নালায় প্রাকৃতিকভাবে উৎপাদিত হতো।