![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F15%2F2021-03-15t152040z_1706209531_rc2rbm9czcoj_rtrmadp_3_health-coronavirus-france-vaccines.jpg%3Fitok%3DXDbJv8PN%26timestamp%3D1615826579)
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করল আরও ৩ দেশ
এনটিভি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ২২:৩৫
টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কারও কারও শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমন খবরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, ফ্রান্স ও ইতালি। আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। খবর সিএনএন ও বিবিসির।
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখে এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রয়োগ স্থগিত করে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস।
সম্প্রতি নরওয়েতে এই টিকা নেওয়ার পর বয়স্কদের রক্ত জমাট বাঁধার রিপোর্ট দেখে ব্যবহার স্থগিত করে আয়ারল্যান্ড। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়ার সঙ্গে করোনার টিকার কোনও সম্পর্ক নেই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ১ মাস আগে