জন্মদিনে ঘোষণা, আগামী বইমেলায় আসছে যিশু সেনগুপ্তের আত্মজীবনী ‘আবহমান’
জীবন তাঁকে প্রচুর আঘাত দিয়েছে। তার পরেও যিশু সেনগুপ্ত জীবনবিমুখ নন। সেই ভালবাসা তাঁকে ফিরিয়ে দিল ৪৪ তম জন্মদিনে। সোমবার দে’জ প্রকাশনা সংস্থার ঘোষণা, ২০২২-এর বইমেলায় তাঁরা প্রকাশ্যে আনবেন অভিনেতার আত্মজীবনী ‘আবহমান...জার্নি সো ফার’। যে বইয়ে এক অংশে যিশুর জীবনের খুঁটিনাটি সামনে আনবেন কবি সন্দীপন চক্রবর্তী।
এর আগেও প্রকাশনা সংস্থার হাত ধরে সামনে এসেছে উত্তমকুমার চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, গুলজার, শান্তনু মৈত্রের আত্মজীবনী। কর্ণধার সুধাংশুশেখর দে এবং অপু দে-র কথায়, খুব শিগগিরিই প্রকাশিত হবে পরিচালক তরুণ মজুমদারের জীবনীকথা। এঁদের পাশে যিশু সেনগুপ্ত জায়গা করে নিলেন কী ভাবে?