প্রতি বিভাগে সর্বোচ্চ দেড় লাখ পরীক্ষা দিতে পারবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৯:৪৪
গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে সর্বোচ্চ দেড় লাখ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এভাবে ভর্তি কার্যক্রম কীভাবে হবে, তার বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এবার প্রথমবারের মতো গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী একটিমাত্র পরীক্ষা দিয়েই (মেধার ভিত্তিতে) যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা তিনটি পরীক্ষা হবে।