![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fac632c2c-8472-48dc-8b10-543052375979%252FBNP_Logo.png%3Frect%3D0%252C8%252C1200%252C630%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি
স্থানীয় সরকার নির্বাচনের পর লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে দলটি স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ) উপনির্বাচন হবে। মানব ও মুদ্রা পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল সংসদ সদস্য পদ হারানোয় আসনটি শূন্য হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে