![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F001-bagerhat3-20210315175609.jpg)
ওমানি নাগরিকের গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশির
মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে ওমানে প্রাইভেটকারের চাপায় এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) স্থানীয় সময় সাড়ে সাতটায় দেশটির সালালাহ সাদবীন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবদুল্লাহ আল নোমান (৩২)।
তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরহাজারী ইউনিয়নের ওহিদুর রহমানের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে। ওমানে তার সঙ্গে বসবাসকারী এক বড় ভাই আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,