মিয়ানমারে একাধিক চীনা কারখানায় আগুন দিলো জনতা
জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনে বেশ কয়েকটি চীনা অর্থায়নের কারখানা ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৪ মার্চ) দেশটির চীনা দূতাবাস এক বিবৃতিতে এ কথা বলেছে বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। খবরে বলা হয়েছে, দূতাবাস থেকে জানানো হয়েছে, জ্বালিয়ে দেওয়া কারখানাগুলো চীনা অর্থায়নে চলছিল।
এখানে ভাঙচুরের ঘটনায় কয়েকজন চীনা নাগরিকও আহত হয়েছেন। তবে কারা এ কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি, কোনো গোষ্ঠীও এ ঘটনার দায়ভার স্বীকার করেনি। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সকল সহিংসতা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে মিয়ানমারের প্রতি আবেদন জানাচ্ছে চীন।