ইয়াংগনের দুই এলাকায় সামরিক আইন জারি
চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় আগুন দেওয়ার পর মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ঘোষণা করেছে। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে রোববার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার, এদিন দেশজুড়ে ৩৯ জন নিহত হয়েছেন।মানবাধিকার সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ইয়াংগনের হ্লাইংথায়া এলাকায় নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থি ২২ প্রতিবাদকারীকে হত্যা করেছে।