![](https://media.priyo.com/img/500x/https://cdn.sarakhonbd.com/contents/cache/images/640x401x1/uploads/media/2021/03/14/5a8dc040d3bd40a1022b18197a85a158-604e28294f357.jpg)
শিক্ষার সঙ্গে কর্মসংস্থান
দেশের শিক্ষাব্যবস্থায় বাস্তবতার সঙ্গে মিল নেই। এ কারণে শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকারও হু হু করে বাড়ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংগতিহীন শিক্ষাব্যবস্থার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা শিক্ষার্থীদের মধ্যে প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না।