পাটগ্রামে চুরি হওয়া তিন মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার পাঁচ তরুণ হলেন পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের মো. রনি (২২), ৭ নম্বর ওয়ার্ডের রহমানপুর আনন্দবাজার গ্রামের শাহিন ইসলাম (২১), ২ নম্বর ওয়ার্ডের সোহাগপুর গ্রামের মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২২), জগৎবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট গ্রামের মো. মেহেদী হাসান (২০) ও বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের সেলিম আলম (২২)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে