নারায়ণগঞ্জে ২০২০ সালে গ্যাস থেকে ৯৪ অগ্নিকাণ্ড, ৪৪ মৃত্যু
করোনার পাশাপাশি রান্নার গ্যাসও প্রাণঘাতী হয়ে উঠেছে নারায়ণগঞ্জবাসীর জন্য। করোনায় এ জেলায় ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর ফায়ার সার্ভিসের তথ্য বলছে, ২০২০ সালে এ জেলায় গ্যাস থেকে ৯৪টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। ওই সব অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন। তবে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অনেকের তথ্য ফায়ার সার্ভিসের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারাই।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব ঘটনার তথ্য রয়েছে ফায়ার সার্ভিসের হিসাবের খাতায়। এসব ঘটনা নিয়ে খোঁজ করে জানা গেছে, বেশির ভাগ ঘটনাতেই থানায় একটি করে অপমৃত্যুর মামলা হলেও জোর দিয়ে তদন্ত হয়নি। গ্যাসের আগুনে দুই বা একজনের মৃত্যুর মতো ঘটনাতে পুলিশ, তিতাস গ্যাস কিংবা স্থানীয় প্রশাসন কাউকেই ঘটনার কারণ খুঁজে বের করার উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে এত মৃত্যু হলেও দায় নিরূপণের কোনো উদ্যোগ নেই। যার কারণে একই রকম ঘটনা ঘটেই চলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.