
সমুদ্রবন্দর ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আমরা যখন পায়রা সমুদ্রবন্দর এলাকায় পৌাঁছাই, তখন বেলা চড়েছে অনেকটাই। শীতের শেষে চারদিক সেজে উঠেছে বসন্তের সাজে, নতুন রূপে। বাতাসে শীতের হিমেল ভাব ছাপিয়ে ফুটে উঠেছে বসন্তের আমেজ। পরিদর্শনকারী দলের সবার মনে বোধকরি এ আমেজ আরো পরিপূর্ণ হয়েছে পায়রা সমুদ্রবন্দরের সুবিশাল কর্মযজ্ঞ পরিদর্শনে। একসময়ের বিস্তীর্ণ নদীতীর এখন দেশের তৃতীয় সমুদ্রবন্দর, দেশের বিরাট এক অর্থনৈতিক কেন্দ্র।
- ট্যাগ:
- মতামত
- সমুদ্রবন্দর
- অর্থনৈতিক সমৃদ্ধি