ইসেগোরিয়া: কথা বলার সমান অধিকার

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অদিতি ফাল্গুনী প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২২:২২

যদিও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যে ক্ষুধাতুর শিশু স্বরাজ নয়, এক মুঠো ভাত আর একটু নুন চায়, তারপরও মানুষ সেই অসীম মুক্তিপিয়াসী প্রাণী যে নিতান্ত আধা-পেটা অবস্থাতেও মনের কথাটি খুলে বলতে চায়। চেক আইনবিদ কারল ভাসাক তাই আধুনিক বিশ্বের মানবাধিকারকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম প্রজন্মের মানবাধিকার বলতে তিনি বোঝান মানুষের বাক-স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতাসহ যে কোন ধর্ম গ্রহণ বা বদলানো, যে কোন রাজনৈতিক মতবাদ গ্রহণ বা বদলানোসহ ব্যক্তির মত প্রকাশের সব ধরণের মুক্তিকে এবং এর সূচনা হয়েছিল ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও