টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ মে শুরু প্রিমিয়ার লিগ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৬:২৯
জাগো নিউজের পাঠকরা আগেই ধারণা পেয়ে গিয়েছিলেন যে, এ বছর মে মাসে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। খেলা হবে পুরোনো মানে গত বছরের দল ঠিক রেখেই। আর ফরম্যাট ৫০ ওভারের বদলে হবে টি-টোয়েন্টি। গত সপ্তাহে প্রকাশিত সে খবরই সঠিক।
আজ (রোববার) দুপুরে হওয়া সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভায় সে সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। যথারীতি প্রিমিয়ার লিগ হবে আগেরবারের দল অনুযায়ী। অর্থাৎ গত বছরের মার্চে এক ম্যাচ হয়ে যাওয়া লিগে যে ক্রিকেটার যে দলে ছিলেন, তারা সেই দলেই খেলবেন।
- ট্যাগ:
- খেলা
- শুরু হচ্ছে
- প্রিমিয়ার লিগ
- টি-টোয়েন্টি