![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fa50c4f98-5e86-429d-85ad-b0c3adc786b1%252FGazipur_DH0716_20210314_Sreepur_Tiger_attack_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের আক্রমণে যুবক আহত
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের আক্রমণে যুবক আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম মো. মজনু (৩২)। তিনি সাফারি পার্কসংলগ্ন ইন্দ্রপুর গ্রামের শামসুল হকের ছেলে। মজনু পার্কে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করেন।
সাফারি পার্ক সূত্রে জানা যায়, কোর সাফারি অংশে বাঘগুলো রাখা হয়। সেখান থেকে নিরাপত্তাদেয়াল টপকে একটি বাঘ পাশের একটি বেষ্টনীর ভেতরে ঢুকে পড়ে। সেখানে অবস্থান করছিলেন যুবক মজনু। তাঁর বাহুতে কামড়ে ধরে বাঘটি। পরে মজনু কোনোমতে দৌড়ে জীবন বাঁচান।