কথা বলা ও না-বলার বিপদ

দেশ রূপান্তর চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৫:০২

অনেকে রসিকতা করে বলেন, বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। কানে কম শুনলে আপনি সুখী ব্যক্তি। কারণ যেসব কথা শুনলে মেজাজ বিগড়ে যায়, মন খারাপ হয় সেসব কথা আপনাকে শুনতে হয় না। কোনো মনঃকষ্টও তাই থাকে না। এই রসিকতার আড়ালে রয়েছে আসলে এক নির্মম সমাজ-বাস্তবতা। আমাদের সমাজে এমন সব ঘটনা ঘটছে, এক শ্রেণির মানুষ এমন সব কথা বলছে, এমন বেপরোয়া আচরণ করছে, তাতে প্রতিবাদ না করে চুপচাপ থাকাটা খুব কঠিন। আর প্রতিবাদী হলে, উচিত কথা বললে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এ পরিস্থিতিতে গণমাধ্যমগুলো আছে মহাসমস্যায়। চোখ-মুখ বুজে সবকিছু সহ্য করাও যায় না, আবার সত্য কথা বললেও বিপদ ও হয়রানি বাড়ে। কোনো মত-মন্তব্য ও খবর কর্তাব্যক্তিদের অপছন্দ হলেই তার ওপর খড়্গ নেমে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও