কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রাণ ফিরে পাক প্রিয় নদী

দেশ রূপান্তর ফয়সাল আহমেদ প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৪:৫৬

বাংলাদেশে নদীর সুরক্ষা-সচেতনতায় ‘নদী দিবস’ ছাড়া আরও একটি দিবস উদযাপন করা হয়, সেটি ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস’। ‘ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভারস’ বা ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস’ পালিত হয় ১৪ মার্চ। সারা বিশ্বের মতো আমাদের দেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। কুরিতিবা শহরে শামিল হয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ব্রাজিল, তাইওয়ান, থাইল্যান্ড, রাশিয়া, চিলি, আর্জেন্টিনা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে সেই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। সেই থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নদী দিবসের বাইরে নদীকে কেন্দ্র করে আরও একটি দিবস যুক্ত হওয়ায় নদীর সুরক্ষা নিশ্চিতে প্রচার-প্রচারণা ও নানাবিধ কাজের আরও সুযোগ তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও