বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর চলছে। ১৯৭১ থেকে ২০২১- এই ৫০ বছরে নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই পেরিয়েছে আমাদের প্রিয় জন্মভূমি। স্বাধীন হওয়ার মাত্র ৩ বছর ৮ মাসের মাথায় মুক্তিযুদ্ধের জাতীয়-আন্তর্জাতিক পরাজিত শক্তির মদদে সপরিবারে শহীদ হন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ভয়াবহ এক সময় নেমে আসে বাংলাদেশে। দু-দুবার সামরিক শাসনের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো। মুক্তিযুদ্ধের স্বঘোষিত বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের দলকে সঙ্গে নিয়ে গঠিত হলো সরকার; তাও নীরবে সহ্য করতে হলো বাংলার জনগণকে। সংবিধান থেকে মুছে দেয়া হলো মুক্তিযুদ্ধের চার মূলনীতির দুটি- ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’। কত দুর্ভাগা আমার জন্মভূমি জননী!
৫০ বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বেড়েছে- এ কথা সত্যি। কিন্তু সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি হয়েছে কি কিছুমাত্র? ফলাফলনির্ভর শিক্ষাব্যবস্থার অগ্রগতি ঘটেছে, কিন্তু মানবিক বোধের বিকাশ ঘটেনি৷ এখন প্রশ্ন হচ্ছে, উন্নয়নকে পেছনে রেখে আমরা কি উল্টো পায়ে, গভীরতম খাদের দিকেই হেঁটে চলছি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.