![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F6983174f-5fcf-4380-9105-e0bd41c42a98%252FUntitled_12.jpg%3Frect%3D0%252C42%252C585%252C307%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চাকরি ও ভিসার নামে প্রতারণা হচ্ছে: সাবধান করল ব্রিটিশ হাইকমিশন
বাংলাদেশের নাগরিকদের চাকরি দেওয়ার নামে অনলাইনে প্রতারণা বেড়েছে। ভুয়া ওয়েবসাইট ও ই–মেইলের মাধ্যমে যুক্তরাজ্যে চাকরির প্রস্তাব পেয়ে প্রতারিত হচ্ছেন তাঁরা। গত বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এসব ওয়েবসাইট আর ই–মেইলের ব্যাপারে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে হাইকমিশন।
ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, এ প্রতরণায় জড়িত ব্যক্তিরা ভুক্তভোগীদের নানা ভুয়া নথি সরবরাহ করে থাকে। নথিগুলো যুক্তরাজ্যর স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে জারিকৃত বলে দাবি করা হলেও সেগুলো আসলে ভুয়া। প্রতারণায় জড়িত ব্যক্তিরা ‘কাজের অনুমতি’, ‘ভিসা আবেদনের’ জন্য ভুক্তভোগী ব্যক্তিদের অর্থ পরিশোধ করতে বলে। চাকরির আশায় অনেকেই অর্থ দিয়ে প্রতারিত হন। প্রতারকেরা অনেক সময় বিভিন্ন চাকরির ওয়েবসাইটের মাধ্যমে বিদেশের কর্মসংস্থানের বিজ্ঞাপন দেখিয়ে অথবা ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করে উপদেশ দিয়ে থাকে।