অতিরিক্ত হেডফোন ব্যবহারের পাঁচটি ঝুঁকি
বণিক বার্তা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১২:০০
বর্তমান প্রযুক্তির দুনিয়ায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে কম-বেশি সবাই। প্রয়োজনে কিংবা অবসর সময় কাটাতে বেশির ভাগ মানুষ এখন মোবাইলের দিকেই বেশি ঝুঁকছে। এক কথায় বলা চলে, আজকাল মানুষের মোবাইল হাতে না থাকলে এক মুহূর্তও চলা কঠিন। বিনোদন লাভের বড় একটি মাধ্যম এখন মোবাইল। আর এ কারণেই বিশ্বের কোটি কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। চলার পথে, আড্ডায়, কর্মস্থলে তো বটেই, ঘরে বসেও মোবাইলে মজে থাকতে দেখা যাচ্ছে ছোট-বড় সবাইকে।
ইউটিউবে কোনো গান, অনুষ্ঠান, নাটক-সিনেমা ইত্যাদি দেখার সময় শব্দের কোলাহল এড়াতে ব্যবহার করা হচ্ছে হেডফোন। ঘণ্টার পর ঘণ্টা এ হেডফোন কানে ঝুলিয়ে রাখা হচ্ছে। তাতে করে শ্রবণেন্দ্রিয়ের ওপর প্রভাব পড়ছে। এ দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহারের রয়েছে পাঁচটি মারাত্মক ক্ষতি। চলুন জেনে নেয়া যাক সেই ক্ষতিগুলো সম্পর্কে—