![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhafaza1-20210314112839.jpg)
বেওয়ারিশ পরিচয়েই দাফন হতে চলেছেন হাফেজা
গত তিন বছর ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাফেজা খাতুন। ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্ত্বাবধানে থাকা অবস্থায় শনিবার রাতে তিনি মারা গেছেন।
তার স্বজনদের খোঁজ পেতে গত তিন বছর সহায়ের টিম অনেক চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার পোস্টও দেয়া হয়েছে, কিন্তু মেলেনি কোনো সন্ধান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- 'বেওয়ারিশ'
- অসহায় নারী