রাশিয়ায় এক দিনে রাজনীতিক ও সাংবাদিকসহ ২০০ জনকে গ্রেপ্তার
মস্কোর একটি সম্মেলন থেকে গতকাল শনিবার প্রায় ২০০ রাজনীতিক ও পৌর প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্রেমলিনের সমালোচকদের ওপর রাশিয়ার কর্তৃপক্ষের ধরপাকড় বেড়ে যাওয়ার মধ্যে এক দিনে এতজনকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটল। এএফপির খবর।
মস্কোর স্থানীয় পৌর অফিসে বিরোধীদলীয় একটি সম্মেলনে পুলিশ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। এর আগে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দেশজুড়ে আটক করা হয় সরকারবিরোধী ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.