You have reached your daily news limit

Please log in to continue


Exclusive: বাবার নয়, লড়াইয়ের উত্তরাধিকারেই ভোটের ময়দানে পৃথা তা

মিথ ভেঙে বামেদের প্রার্থী তালিকায় এবার নবীন-প্রবীণের নিদারুণ মিশেল। একদিকে BJP-তৃণমূলের হয়ে ময়দানে একঝাঁক তারকা। অন্যদিকে, CPIM-এর ভরসা তারুণ্যে। বিশেষ নজর কেড়েছেন বর্ধমান দক্ষিণের বাম প্রার্থী। যিনি এবারে বামফ্রন্টের সর্বকনিষ্ঠ প্রার্থীও বটে। বাবার হত্যা থেকে সেলেবদের রাজনীতিতে আসা, রূপসা ঘোষালের সব প্রশ্নেরই খোলামেলা জবাব দিলেন‌ পৃথা তা। প্র:প্রথমবার নতুন একটি দায়িত্ব। কী অনুভূতি? উ: হ্যাঁ, নতুন দায়িত্ব অবশ্যই। এই অভিজ্ঞতাটা একদমই নতুন। বেশ ভালোই লাগছে। প্র:দল আপনার উপর ভরসা করে এই দায়িত্ব দিয়েছে... উ: দল ভরসা করেছে, তা তো বড় কথা বটেই। কিন্তু, মিছিলে হাঁটা কিংবা মানুষের সঙ্গে থাকার এই অভ্যাসটা আমার বরাবরের। ১২ মাস তাই করি আমি। হয়তো ফরম্যাট এক্ষেত্রে আলাদা। তাছাড়া ভোটে লড়ছি বলে আলাদা করে অনেকেই সাবধান করছেন। তবে তা তেমন গায়ে লাগছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন