কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেশি ঘুমিয়ে স্বপ্ন দেখার অভ্যাস

প্রথম আলো প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৯:৩০

বেশি ঘুমিয়ে স্বপ্ন দেখার অভ্যাস
ভোরে ঘুম থেকে উঠতে বাবুর ভীষণ আলসেমি। তাই দাদা সেদিন অনেক কথা শোনালেন বাবুকে, ‘বাবু ভাই, শোনো, সাফল্যের জন্য তোমার স্বপ্নকে অনুসরণ করতে হবে।’

বাবু বলল, ‘দাদা, এই কারণেই তো আমি একটু বেশি ঘুমিয়ে লম্বা সময় নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস করছি।’

আরও চাস কেন
হাবু বরই খাচ্ছিল। লাবু এসে বলল, ‘দোস্ত, কী খাস?’

হাবু বলল, ‘চোখের মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না, বরই খাচ্ছি।’

লাবু খোঁচা হজম করে বলল, ‘একটা দে না, টেস্ট করে দেখি।’

হাবু একটা বরই দিল। লাবু খেয়ে বলল, ‘ভালো বরই। আরেকটা দে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে