ভিডিও স্টোরি: বন্ধ হচ্ছে ২শ' বছরের পুরনো পাখির হাট! হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত?
                        
                            যমুনা টিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৯:১৫
                        
                    
                ফ্রান্সে দু'শ বছরের বেশি পুরনো একটি পাখির বাজার বন্ধ করার উদ্যোগ নিয়েছে প্যারিস প্রশাসন। চোরাচালান বন্ধ ও প্রাণী অধিকার রক্ষা সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির জেরে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত। পাখি ব্যবসায়ীদের বিকল্প জীবিকার উপায় খুঁজতে সহায়তা করবে প্রশাসন।
- ট্যাগ:
 - ভিডিও
 - বন্ধ হয়ে গেলো
 - পাখির হাট