কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভিডিও স্টোরি: কবে বসতি গড়ে ওঠে গোপালগঞ্জে? কী কী আছে এই জেলায়?

গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। এটি মধুমতি নদী বিধৌত জেলা। ধারণা করা হয়, বল্লাল সেনের আমলে প্রথম এখানে মানুষের বসতি গড়ে ওঠে। এর আয়তন ১৪৮৯ বর্গ কিলোমিটার। এই জেলার প্রধান ফসল ধান, পাট, আঁখ ও বাদাম। জেলার প্রধান রপ্তানি ফসল পাট ও তরমুজ। প্রাচীন স্থাপনার মধ্যে এ জেলায় আছে কোটাল দুর্গ, বহলতলী মসজিদ, ননী ক্ষীরের নবরত্ন মন্দির, কোর্ট মসজিদ, কেন্দ্রীয় কালীবাড়ি। এ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জন্মেছেন এ জেলায়। কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিকবাড়ী এখানে অবস্থিত। এ জেলার নদীর মধ্যে অন্যতম মধুমতি, বাঘিয়ার, ঘাঘর, পুরাতন কুমার, কুশিয়ারা, মধুপুর, শৈলদহ, ছন্দা। গোপালগঞ্জ বিল ও বাওড়ের জন্য বিখ্যাত। বাঘিয়ার বিল, চান্দার বিল এ জেলায় অবস্থিত। গোপালগঞ্জের দত্তের মিষ্টি দেশজুড়ে বিখ্যাত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন