ভবিষ্যতের কথা ভেবে চাঁদে তৈরি হচ্ছে ব্যাঙ্ক, থাকবে ৬৭ লাখ শুক্রাণু-ডিম্বাণু
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৯:০৬
এই সময় ডিজিটাল ডেস্ক: দূষণে বাসযোগ্যতা হারাচ্ছে পৃথিবী। সাধের এই গ্রহ ধ্বংস হওয়ার আগেই বিজ্ঞানীরা খুঁজছেন বিকল্প বাসস্থান। দুনিয়ার বুক থেকে মানুষের অস্থিত্ব মুছে যাওয়ার আগে পুনরুজ্জীবনের শেষ আশা বাঁচিয়ে রাখতে চাঁদের কাছে বিজ্ঞানীরা গচ্ছিত রাখতে চাইছেন ৬৭ লাগ প্রজাতির এগ ও স্পার্ম।
প্রাকৃতি সম্পদের অভাব, প্রাকৃতিক দুর্যোগ বা মহাজাগতিক কোনও ঘটনা অথবা ভয়াবহ কোনও মহামারী, এর মধ্যে যেকোনও একটি কারণেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। তার থেকেই পৃথিবীর প্রাণকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিষয়টি আরিজোনা বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেকান থাঙ্গার আইডিয়া। একটি ইউটিউব ভিডিয়োয় বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি।