কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটের মুখে অসমে কয়েক কোটি টাকার মদ-গাঁজা বাজেয়াপ্ত

এইসময় (ভারত) আসাম প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৯:০০

এই সময় ডিজিটাল ডেস্ক: অসমে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই আবহে মোটা অঙ্কের নগদ টাকা, মদ বাজেয়াপ্ত করা হল। প্রায় ৩১.৮১ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, নগদ ৮.৮০ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে। ৭.৬৮ কোটি টাকার মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সোনা ও রুপোর গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে।

অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক নীতিন খাড়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন, হেরোইন, গাঁজা, ব্রাউন সুগার-সহ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১০.১৮ কোটি টাকা। এছাড়াও বিদেশি সিগারেট, মাদক ট্যাবলেটও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, এবার অসমে তিনদফায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল হবে ভোট। ২ মে ভোটের ফল ঘোষণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও