অর্থনৈতিক বৈষম্য দূর ও অধিকার অর্জনে পাকিস্তান আমলে লড়াই করেছিলাম: আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘গণতন্ত্র, বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটের অধিকার এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে আমরা পাকিস্তান আমলে লড়াই করেছিলাম। সেই লড়াইয়ের চূড়ান্ত পরিণতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা লাভের ৫০ বছর পরও উন্নয়নের স্বাদ মানুষ প্রত্যাশিত পর্যায়ে গ্রহণ করতে পারেনি।’
তিনি গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আরো বলেন, ৫০ বছরে দেশে আরো পরিবর্তন হতে পারত। এই সময়কালে অন্যায়-অবিচার-দুর্নীতি দূর করা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। উন্নয়নের প্রকৃত স্বাদ মানুষ পায়নি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুত্—এসব হচ্ছে অবকাঠামোগত পরিবর্তন। এই পরিবর্তনের সদ্ব্যবহার করে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষালাভ তথা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে উন্নয়নের পরিচায়ক। নিয়োগ পরীক্ষা দেওয়ার পর চাকরিপ্রার্থীদের সুপারিশ, উেকাচ, তদবির ইত্যাদির ওপর যখন নির্ভর করতে হয়, তখন তরুণ প্রজন্ম হতাশায় ভোগে। এ অবস্থার পরিত্রাণ প্রয়োজন।