You have reached your daily news limit

Please log in to continue


বরাকেও কংগ্রেস সিএএ-র বিরোধী

বরাক উপত্যকার জন্য পৃথক ইস্তাহারের কথা বললেও সিএএ-বিরোধিতার প্রশ্নে অসমের বাঙালি অধ্যুষিত এই অংশের ক্ষেত্রে আলাদা কোনও অবস্থান নিচ্ছে না কংগ্রেস। ব্রহ্মপুত্র উপত্যকায় দাঁড়িয়ে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা বঢরা, দু’জনেই সিএএ-এর বিরোধিতা করেছেন। এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ শনিবার শিলচরেও জানান, ক্ষমতায় এলে কংগ্রেস এই আইন বাতিল করবে। তবে তিনি একে উদ্বাস্তুদের নাগরিকত্বের বিরোধিতা বলতে নারাজ। তাঁর যুক্তি, এই আইনের কোথাও কাউকে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়নি। বরং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্বেষ-বৈষম্যেই জোর দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে খোলসা করে কিছু বলেননি অসমের দলীয় পর্যবেক্ষক জিতেন্দ্র। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে পাশে রেখে বারবার তিনি বলেন, “ব্রহ্মপুত্র উপত্যকায় রাহুল-প্রিয়ঙ্কাজি যে কথা বলে গিয়েছেন, বরাক উপত্যকাতেও আমাদের একই অবস্থান৷”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন