![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fd8b92452-ffb6-409c-92b6-2a03153f6d55%252F210121khaled_Sarker0018.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
এক বছরের ঘাটতি কীভাবে পূরণ হবে
করোনা দুঃস্বপ্নের এক বছর হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অথবা অনলাইনে সীমিত আকারে শিক্ষা চালু থাকায় আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় একটা বড় আকারের ধাক্কা লেগেছে এই এক বছরে। সুখের কথা, ভ্যাকসিনের কল্যাণে এই দুঃস্বপ্ন হয়তো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সরকারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে। কিন্তু এই দীর্ঘ বন্ধে যে একটা ঘাটতি তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠার জন্য সুচিন্তিত পদক্ষেপ খুব জরুরি।