এক সকালে আইনস্টাইনের সঙ্গে

প্রথম আলো সুইজারল্যান্ড প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৬:৫৮

ইউরোপের এক বছরের শিক্ষাজীবনের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি তখন। সবেমাত্র অভিসন্দর্ভ জমা দিয়েছি; দিন বিশেক হয়তো আরও থাকা যাবে বেলজিয়ামে। দেশে ফেরার আগে শেষ ভ্রমণ হিসেবে বেছে নিয়েছি সুইজারল্যান্ড ও পর্তুগাল। মাথায়, মনে কিংবা শরীরে কোনো বাড়তি চাপ নেই। লেখাপড়া সম্পর্কিত সব উদ্বিগ্নতার সমাপ্তি। আর কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেডলাইন নেই। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ। আবহাওয়াটা বেশ আমুদে। তার ওপর এই জগতের ভূস্বর্গ সুইজারল্যান্ড গমন করব, কেবল ভাবছি আর শিহরিত হচ্ছি। আমার ভ্রমণসঙ্গী আমারই সহপাঠী খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক নিশাত আপা। আমার সুইজারল্যান্ডনিবাসী বন্ধু টিংকু বেশ কয় বছর ধরে তাগাদা দিয়েই যাচ্ছিল একবার সুইজারল্যান্ড ঘুরে যেতে। টিংকুর বাস সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহরে। তাই মনস্থির করলাম বার্নেই যাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত