
মন্দ ঋণ আসলে কত?
কয়েক দিন আগে এক আলোচনায় খেলাপি ঋণের প্রসঙ্গ উঠতেই যখন বললাম বাংলাদেশে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ সাড়ে তিন লক্ষ কোটি টাকার ওপরে, তখন উপস্থিত আওয়ামী লীগের এক সংসদ সদস্য এমনভাবে প্রতিক্রিয়া জানালেন, যেটি ছিল আমার জন্য বিব্রতকর তবে অপ্রত্যাশিত না। তার বক্তব্য ছিল, তিনি আমাকে মিথ্যাবাদী বা তথ্য গোপনকারী বলতে চান না, তবে আমি নাকি অবশ্যই দর্শক-শ্রোতাদের বিভ্রান্ত করছি। তার মতে দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ এক লক্ষ কোটি টাকার নিচে।