অ্যাপল ওয়াচের কল্যাণে বাঁচল লোকটির জীবন

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১৮:০২

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সামার্সওয়ার্থের উইলিয়াম রজার্স গত রোববার বরফ ভেঙে নদীতে পড়ে যান। সে সময় হাতে অ্যাপল ওয়াচ না থাকলে, কে জানে কী বিপদ হয়ে যেত!

স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউএমইউআরের প্রতিবেদনে বলা হয়, প্রায় আজীবন বরফের ওপর স্কেটিং করা শিখিয়ে আসছেন রজার্স। অর্থাৎ আইস স্কেটিংয়ে তিনি কম দক্ষ নন। তবু সামার্সওয়ার্থের স্যামন ফলস নদীর ওপর জমে থাকা বরফ ভেঙে হিমশীতল পানিতে পড়ে যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত