গত বছরের চেয়ে কম স্টল নিয়ে শুরু হচ্ছে এবারের বইমেলা
মহামারি করোনাভাইরাসের কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। দীর্ঘ নাটকীয়তা শেষে আর মাত্র চার দিন পর আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, এবারের বইমেলায় ৫২২টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। যেখানে গত বছর স্টল সংখ্যা ছিল ৫৩৮টি। এ ছাড়া এক হাজার ৮১৭টি ইউনিট এবং ৩৩টি প্যাভিলিয়ন থাকবে এবারের বইমেলায়।
এবারের একুশে বইমেলার আয়োজন হবে একটু ভিন্ন আঙ্গিকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখেই এবারের আয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবারের বইমেলা সাজবে ‘হে স্বাধীনতা’ থিমে। একুশের চেতনাকে ধারণ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ—সবকিছুই উঠে আসবে এই মেলায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.