মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ বিক্ষোভকারী নিহত
মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটা জেলায় গতরাতে পুলিশের গুলিতে কমপক্ষে দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আজ শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ডিভিবি নিউজের প্রতিবেদনে বলা হয়, পূর্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে থারকেটা থানার সামনে জড়ো হওয়া জনতার ওপর গুলি চালায় পুলিশ।
১৯৮৮ সালে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী ঘিরে আজ মিয়ানমারের বড় ধরনের সেনাবিরোধী বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই শিক্ষার্থী নিহতের জেরে তৎকালীন মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয় এবং গণতন্ত্রের আইকন হিসেবে অং সান সু চি’র আত্মপ্রকাশ ঘটে।