You have reached your daily news limit

Please log in to continue


পদ্মায় কারেন্ট জাল

প্রায় দুই দশক আগে ২০০২ সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশের মত্স্য সম্পদের জন্য ক্ষতিকর বিবেচনায় তখন ওই আইন করা হয়। বাস্তবতা হলো মাঝেমধ্যে কারেন্ট জালবিরোধী অভিযান চালানো হলেও এ আইন এখনো মানা হচ্ছে না। এখনো নদ-নদী, খাল-বিলে এ জাল ব্যবহৃত হচ্ছে। প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, পদ্মায় অনেকটা প্রকাশ্যেই কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মাছ ধরা জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল আটক ও নষ্ট করা হচ্ছে। গোয়ালন্দের চার ইউনিয়ন—দৌলতদিয়া, দেবগ্রাম, উজানচর ও ছোটভাকলার পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। নদীতীরের অধিকাংশ পরিবারের প্রধান পেশা মাছ শিকার। কারেন্ট জালের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ জেনেও তাঁরা তা ব্যবহার করেন। অনেকে কারেন্ট জালের সঙ্গে মশারি জাল (ঘন ও ছোট ছিদ্র) ব্যবহার করেন। এসব জাল দিয়ে জেলেরা দেশি প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন