আইন-আদালত আছে, নেই মামলা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৯:৫৮
রাজধানীর চারপাশের নদ–নদীগুলোর পানি শিল্পবর্জ্যের দূষণে কালো কুচকুচে। এই পানিতে মাছ বাঁচে না। বিশ্বের যেসব শহরের বায়ু সবচেয়ে দূষিত, তার একটি ঢাকা। শব্দদূষণে রাজধানীর বাসিন্দাদের অনেকেই কানে কম শোনার সমস্যায় ভোগেন। দখলে দখলে ঢাকার জলাশয়-খাল বিলীনের পথে। প্রকাশ্যেই বিক্রি হয় নিষিদ্ধ পলিথিন।
সার্বিকভাবে ঢাকার পরিবেশদূষণের এই যখন চিত্র, ঠিক বিপরীত ঘটনা পরিবেশ আদালতে। দেশে তিনটি পরিবেশ আদালতে মামলার সংখ্যা খুবই কম। পরিবেশবিষয়ক মামলার জন্য নির্দিষ্ট আদালতে তাই চলছে অন্য মামলার বিচার।