পাপুলের আসনে নৌকা পেতে মরিয়া ১৯ নেতা, প্রার্থী ঘোষণা আজ
আলোচিত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আগামী ১১ এপ্রিল ইভিইমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের ১৯ জন নেতাকর্মী। নৌকা পেতে তারা জোর তদবির চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার (১৩ মার্চ) সকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে। ফলে সবার দৃষ্টি এখন বোর্ডের সভার দিকে।
তবে এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অপরদিকে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনের আশায় রয়েছেন। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টায় দৌঁড়ঝাঁপ করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.