You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ১০০ কোটি করোনার টিকা তৈরি হবে ভারতে

অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর প্রথম শীর্ষ বৈঠকে করোনার ভ্যাকসিন তৈরির ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করা হলো। চারটি দেশ একজোট হয়ে করোনার টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে বলে গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ২০০৭ সালে গঠিত কোয়াডের এদিনের বৈঠকের উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। ইন্দো-প্যাসিফিকে চীনের প্রভাব বিস্তারকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন