কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেলেব্রিটিরা বরাবরই ট্রোলের সহজ শিকার

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৮:০২


এ বিড়ম্বনা খ্যাতির, এ বিড়ম্বনা রঙের। রাজনীতির দলবদলের খেলায় নাম লিখিয়েছেন ছোট-বড় অনেক নেতা। কিন্তু তাঁদের দিকে এমন বিদ্রুপের বাণ ধেয়ে আসছে না, যতটা সহ্য করতে হচ্ছে সেলেব্রিটিদের। গত বুধবার বিজেপি-তে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তার পর থেকেই ট্রোলড হচ্ছেন তিনি। বনির মা পিয়া সেনগুপ্ত তৃণমূল কংগ্রেসের সদস্য। প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় শাসক দলের হয়ে এ বারের নির্বাচনে কৃষ্ণনগর (উত্তর) কেন্দ্র থেকে লড়বেন। এর আগে বনিকে তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে। তাই অভিনেতার বিজেপি শিবিরে যোগের পিছনে ‘পাওনাগণ্ডা’র গন্ধ পাচ্ছেন অনেকে।

ট্রোলের জবাব অবশ্য নিজের মতো করে দিয়েছেন বনি। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিন্দুকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘এটা আমার জীবন। আর আমি যেটা করতে চাই সেটাই করব। কঠোর পরিশ্রম করে নিজের খরচ চালাতে হয় আমাকে। কেউ বিনামূল্যে আমাকে খাওয়াবে না।’’ ট্রোলের সুবাদে হলেও, গোটা বিষয়টিতে প্রচার পেয়েছেন বনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও