Bengal Polls: বাংলায় প্রচারে নেই কংগ্রেসের বিক্ষুব্ধরা
গুলাম নবি আজাদের মতো কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ নেতারা বলেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দল যেখানে বলবে, সেখানেই তাঁরা প্রচারে যেতে তৈরি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ‘তারকা প্রচারক’-এর তালিকায় প্রায় কোনও বিক্ষুব্ধ নেতাকেই রাখা হল না।
আজ পশ্চিমবঙ্গে ২৭ মার্চের প্রথম দফার ভোটের জন্য কংগ্রেস ৩০ জনের তারকা প্রচারকের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। সেই তালিকায় সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, তিন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, ভূপেশ বাঘেল, অশোক গহলৌত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের নাম রয়েছে। কিন্তু গুলাম নবি, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি বা কপিল সিব্বলের মতো ‘বিক্ষুব্ধ’ নেতাদের নাম নেই। যে ২৩ জন বিক্ষুব্ধ নেতা সনিয়া গাঁধীকে চিঠি লিখে সাংগঠনিক নির্বাচনের দাবি তুলেছিলেন, তাঁদের মধ্যে শুধু জিতিন প্রসাদ ও বিহারের অখিলেশ প্রসাদ সিংহের নাম আছে।